ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে পৌনে দুই কোটি টাকার সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রাম থেকে এই সোনা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী পলিয়ানপুর গ্রামের সাদির আলী মন্ডলের ছেলে আছানুর রহমান ও একই গ্রামের চয়ন মন্ডলের ছেলে নবিছদ্দিন মন্ডলকে আটক করা হয়। আটককৃত ২০টি সানার বারের ওজন ২ কেজি ৩৩১.১২ গ্রাম। মহেশপুর বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা শুক্রবার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে দুইজন পাচারকারী পলিয়ানপুর এলাকা দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা মহেশপুরের কাজীরবেড় গ্রামে তল্লাসী চৌকি স্থাপন করে। রাত ১০টার দিকে আছানুর ও নবিছদ্দিন ওই গ্রামের খেলার মাঠের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবি সদস্যরা তাদের আটক করতে সমর্থ হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে কস্টেপ দিয়ে পেঁচানো এ সব সোনার বার জব্দ করে। বিজিবি অধিনায়ক জানান, কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই সোনা বহন করা হচ্ছিল। উদ্ধারকৃত ২০টি সোনার বার শুক্রবার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। ঝিনাইদহ.
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: